Saturday, August 6, 2016

Resourceful Matin Uddin museum but ignored

Matin Uddin museum resourceful but ignored




Sabbir Ahmed, Staff Correspondent banglanews24.com






FROM SYLHET: It is all about the Bhasha Sainik Matin Uddin Ahmed Museum of Sylhet which exhibits an antique collection including of clocks, gold coins, relics and inscriptions. Despite the invaluable collection, the museum lacks attention of visitors.

Saturday, June 11, 2016

সমুদ্রে ভেসে ইউরোপ যাত্রা বাংলাদেশীর


হয় ইউরোপ, নয় মৃত্যু------------১

সমুদ্রে ভেসে ইউরোপ যাত্রা বাংলাদেশীর

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম


ঢাকা:  উত্তাল সমুদ্রে ভাসছে নৌকা। প্রবল ঢেউয়ের তোড়ে নৌকায় পানি উঠতে শুরু করেছে। নৌকা ঘিরে চলছে হাঙ্গর ও ডলফিন। নৌকার মানুষগুলোর মৃত্যু হলেই গিলে ফেলবে হাঙ্গার! ভাগ্য বদলের আশায় লিবিয়ার জোয়ারা উপকূল থেকে দু:সহ সাগরে ভাসছেন বাংলাদেশের রবিউলসহ ৮০ জন। গন্তব্য ইউরোপে পাড়ি জমানো। কিন্তু ইউরোপ নয় মৃত্যু এখন তাদের খুব কাছে। ডুবছে নৌকা… সেই নৌকায় সোমালিয়া, ক্যামেরুন কালো চামড়ায় মানুষের ভিড়ে আছেন রবিউলদের কান্না কি শুনতে পাচ্ছে কেউ…

সমুদ্রে ভেসে বাংলাদেশীর অভিবাসীর অজানা গন্তব্য

হয় ইউরোপ, নয় মৃত্যু------------২

সমুদ্রে ভেসে বাংলাদেশী অভিবাসীর অজানা গন্তব্য

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  জোয়ারা ক্যাম্পে এখন বাংলাদেশী ৭০জন সহ সাড়ে ৪শ জনকে একটি নৌকায় তোলা হবে। তার আগে সমুদ্রে বুকপানি পর্যন্ত হেঁটে তোলা হলো একটি স্পিডবোটে। স্পিড বোট তাদের কয়েক কিলোমিটার দূরে একটি নৌকায় তুলে দেয়। ওই নৌকা ততটা বড় নয়। প্রায় ১০০ জন জায়গা হয় এমন নৌকায় তোলা হয় ৪৫০ জনকে। এখন ডুবু ডুবু অবস্থায় নৌকায় একটি রাডার লাগিয়ে দিয়ে চলে যায় স্পিডবোট।


সীমান্ত থেকে সীমান্তে কাঁটাতার পেরিয়ে

হয় ইউরোপ নয় মৃত্যু-----------------তৃতীয় পর্ব

সীমান্ত থেকে সীমান্তে কাঁটাতার পেরিয়ে


সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম



ঢাকা: উন্নত জীবনের আশায় নিজের দেশ ছেড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমানো মানুষের স্রোত যেমন এখনও চলছে। তেমনি সাইপ্রাস থেকে বাংলাদেশীসহ অনেক শিক্ষার্থী উন্নত জীবনের আশায় পশ্চিমা দেশগুলোতে যেতে মরিয়া। সাইপ্রাসে কাজ না থাকা, আর অতিরিক্ত টিউশন ফি ও দালালের প্রতারণায় পড়ে তারা সীমান্তে অবৈধ উপায়ে কাঁটাতার কেটে জঙ্গলে মাইলের পর মাইল হেটে ইউরোপে ঢুকছে।

দালালের গেইমে সার্বিয়া থেকে ঝুঁকিপথে ইউরোপে

হয় ইউরোপ নয় মৃত্যু----------চতুর্থ ও শেষ পর্ব

দালালের গেইমে সার্বিয়া থেকে ঝুঁকিপথে ইউরোপে

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম


ঢাকা: দালালের গেইমে পড়ে আব্দুর রহমানসহ অভিভাসন প্রত্যাশী ৫০ জনের বহর নিয়ে গাড়ি থেমেছে একটি জঙ্গলের পাশে। তখন মাত্র সন্ধ্যা নেমেছে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে তাদের জঙ্গলের দিকে দৌড় দিতে বলা হয়। নামার সাথে সাথেই তারা দেখেন এখানে বরফ আর কাঁদা, উচু নিুচ জায়গা। আর জঙ্গল পুরোটা লেবু গাছের মত কাঁটায় ঢাকা।

Friday, May 13, 2016

অনেক দিন পর পূণ্যভূমিতে

এবার অনেক দিন পর শ্রীভূমিতে ছুটলাম। অপেক্ষায় থাকা বন্ধুদের নিয়ে জম্পেশ বৃষ্টি উপভোগ। আর সন্ধ্যাবেলা এয়ারপোর্ট। সময়টা অল্প হাসিটা অনেক বেশি।


পানসীতে বন্ধুদের নিয়ে রাতের খাবারে



Thursday, May 5, 2016

একজন জাপানি ‘বাঙালি’ হিরুকি

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলনিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হিরুকির মুখাবয়ব বলবে তিনি জাপানি। আবার কথা শুনে মনে হবে তিনি বাংলাদেশি। তবে, তিনি একজন জাপানিও এবং জাপানি হয়েও শুদ্ধ উচ্চারণে বাংলা বলেন দীর্ঘ তের বছর ধরে।হিরুকি এতোই বাংলাপ্রেমী যে, নিজেকে যতোটা না জাপানি পরিচয় দেন, তারচেয়ে বেশি পরিচয় দেন বাংলাদেশি হিসেবে। বাংলা এতো বেশি তার পছন্দ যে, আনমনে বাংলা বলে চলেন, ইচ্ছেমত প্রয়োজনে-অপ্রয়োজনে লিখে চলেন বাংলা। 

Monday, May 2, 2016

লন্ডনে এখখন্ড জকিগঞ্জ ভাবনা ও ভাবমিনিময়

এমপি সেলিম উদ্দিনের সঙ্গে আজাদ চৌধুরী
আজাদ চৌধুরী, টটেনহাম, লন্ডন, যুক্তরাজ্য থেকে

যুক্তরাজ্য সফর এসেছেন বাংলাদেশের সর্ব উত্তরপূর্বের জনপদ প্রবাসী অধ্যুষিত সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন। লন্ডনে বাংলাদেশীদের সঙ্গে বৈঠক করেছেন। দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি। 

প্রবাসীরাও দেশ নিয়ে তাদের উৎকণ্ঠা ব্যক্ত করেছেন। সেরকম একটি ভাবমিনিয় অনুষ্ঠান শেষে মাইল্যান্ড স্ট্রিট-এ এমপি সেলিম উদ্দিনের সঙ্গে আমার কথা হলো।

পদ্মার দুরন্ত কৈশোর


পদ্মা নদী (মাওয়া ও জাজিরা) থেকে ফিরে: তাদের কাছে পদ্মা সতত আনন্দ-উল্লাস, হইহুল্লোড় আর উচ্ছ্বাস

 প্রকাশের নদী। তাদের জীবনের পরতে পরতে পদ্মা। রোদে পোড়া ক্লান্তি ওদের নিমিষেই হারিয়ে যায় পদ্মার জলে।

শৈশব ও দুরন্ত কৈশোরের সব আনন্দ ওদের জলকেলিতে। ঠাণ্ডা পানির স্পর্শ থেকে বেরিয়ে আসে ওদের সজীব আনন্দ। এক দুই ঘণ্টা নয়, টানা চার পাঁচ ঘণ্টা পদ্মার জল তরঙ্গে এরা সাঁতার কেটে বেড়ায়।

Tuesday, April 19, 2016

লোকে চেনে ‘শতাব্দীর বাস’ 

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাস দেখলেই এখন লোকে চেনে-এটি ‘শতাব্দীর বাস’। মহিলা সার্ভিস নামে আরেকটি বাস এই রোডে চলছে, কিন্তু এই বাসটি শতাব্দীর বাস নামেই যাত্রীদের কাছে পরিচিত। যদিও বাসের সামনে লেখা ‘মহিলা বাস সার্ভিস’। বাসটি এখন এত পরিচিত যে, বাসের অবস্থান জানতে ছাত্রী ও নারীরা চালকের নাম্বারে ফোন করছেন।

Saturday, March 26, 2016

বিনা বাদ্যে বাংলাদেশের গান

গাই বিনা বাদ্যে বাংলাদেশের গান

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সাব্বির/ এস৫

ঢাকা: বিবিসি বাংলার প্রতি সপ্তাহের একটি জনপ্রিয় অনুষ্ঠান গানগল্প। যেখানে উপস্থাপক অচি অতন্দ্রিলা শিল্পীকে খালি গলায় একটি গান গেয়ে শোনাবার অনুরোধ করেন। অনুরোধের সাড়ায় গান ধরেন শিল্পী।

Friday, March 25, 2016

সুখের শুকতারা রিট্রিট

সুখের শুকতারা

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি: রেজোয়ান চৌধুরী



শুকতারা (সিলেট) থেকে ফিরে: প্রকৃতি এখানে তার নিজের মতো। আর তার সঙ্গে মিতালি করেছে ছোট্ট ছোট্ট কটেজ। যেখানে মিশে আছে নিবিড় প্রকৃতির অনিন্দ্য স্বাদ। শান্ত অবারিত সুখ। সে সুখের নাম ‘শুকতারা প্রকৃতি নিবাস’।

Wednesday, March 23, 2016

সর্বোচ্চ সাইক্লিং গতি ৫৫!

সর্বোচ্চ সাইক্লিং গতি ৫৫!

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গতির পরীক্ষায় এ পর্যন্ত রাজধানী ঢাকায় সর্বোচ্চ গতি ৫৫! সেই রেকর্ড ভাঙ্গতে এখনই চলে আসুন ধানমন্ডি ৮-এর রবীন্দ্র সরোবরে বিডিসাইক্লিস্টসের স্টলে। তারুণ্যময় পর্যটনের অন্যতম আকর্ষণ সাইক্লিং- ইয়ুথ ট্যুরিজম ফেস্টে বিডিসাইক্লিস্ট স্টলের ভিড় দেখে সেটাই ধরে নেয়া যায়।
দু’দিনব্যাপি এই পর্যটন মেলার শেষ হচ্চে শনিবার (১৯ মার্চ) রাত ৮ টায়।

যন্ত্রের শহরে রোমান্টিক হাতপাখা

আসছে যন্ত্রের শহরে রোমান্টিক হাতপাখা

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে’- মেঠো রোমান্টিকতার হাতপাখা শীতাতপ যন্ত্রের শহরে বেমানান। কিন্তু চৈত্রের কাঠফাটা রোদ ইটপাথরের রাজধানীতেও হাতপাখা নিয়ে আসে।

যেমনটি দেখা গেলো, চৈত্রের প্রথম সপ্তাহেই রাজধানীতে রিকশাভর্তি তালপাখা নিয়ে ঢুকছেন রিকশাচালক আব্দুল হালিম। অভিজাত এলাকার ফ্লাটবাড়ি ঘেষে চলছে রিকশাবোঝাই হাতপাখার হাতছানি।

Monday, March 21, 2016

বিলিয়ন স্টারের নিচে মোহনীয় রাত


বিলিয়ন স্টারের নিচে মোহনীয় রাত

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম



মানিকগঞ্জের ধল্লা গ্রাম থেকে ফিরে: ইট-পাথরের শহুরে জীবনে মাটি নেই। নেই সোঁদা মাটির গন্ধ। আর সবুজের অবারিত নৈসর্গ শহুরে কল্পনার বাইরে। এখানে যন্ত্র-যান্ত্রিকতা আর পিচঢালা পথগুলো সহস্র নিয়ন আলোয় ঘেরা। এই আলো ছেড়ে মধুর মিষ্টি বাতাস অথবা মেঠোপথ আর রাতের জোনাকি আলো দেখতে হলে যেতে হবে গ্রামে।

Sunday, March 20, 2016

শতাব্দী



নিউজের ভিডিও লিংক https://www.youtube.com/watch?v=im1Hwkesfw4&feature=youtu.be

টক অব দ্যা শতাব্দী

সাব্বির আহমেদস্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  খোদ স্কুলের প্রধান শিক্ষক মনিরুদ্দিন আহমেদের মুখে ‘শতাব্দী শতাব্দী’ নাম। আর সহপাঠি ও অন্য ছাত্রীরা তাকে গর্বে গলায় জড়িয়ে ধরছে। আসলেই সে এক সাহসী শতাব্দী  শহীদ রমি‍জ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী শামসুন নাহার শতাব্দী। তার সাহসের উদাহরণ আরও আছে। কিছুদিন আগে বান্ধবীর বিয়ে ঠেকানোর জন্য সে ক্যান্টনমেন্ট থানায় গিয়েছিলো-স্কুলে তার এক বান্ধবীর মুখেই সেই গল্প শোনা গেলো। আরেক সহপাঠী জানালো,শতাব্দী যে এরকম কিছু একটা করবে এটা মনে করতাম। কিন্তু মন্ত্রীর সামনে সরাসরি গতকাল দাবি তুলে আজ বাস নিয়ে আসলো সেটা বিশ্বাসই হচ্চে না

রোববার যখন স্কুল ছুটির ঘন্টা বাজলো তখন অন্যদিনের মতো বাসে উঠার দৌড় ঝাক্কি দিতে হয়নি শহীদ রমিজ উদ্দিন স্কুলের ছাত্রীদের। তাদের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর এক ঘোষণাতেই শেওড়া থেকে মহাখালি চালু হয়ে গেলো ‘মহিলা বাস সার্ভিস’। যার সবচেয়ে বেশি সুফল পবে এই স্কুলের শিশু ও ছাত্রীরা

গতানুগতিক প্রতিশ্রুতির ফুলঝুরি নয় সকালে যেমন বাস এসে হাজির। তেমনি দুপুরে বাস দাঁড়িয়ে আছে স্কুলের সামনে।

দুপুরে দু’দফায় বাসটি স্কুল ছাত্রী ও মহিলাদের সেবা দিয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত বাসটি শেওড়া থেকে মহাখালি চক্কর দিচ্চে মহিলা যাত্রীর খোঁজে

স্কুল ছুটি শেষে শতাব্দী যখন ফিরছিলো তখন আবার দেখা তার সঙ্গে

বাংলানিউজকে সে জানায়‘মন্ত্রী ওবায়দুল কাদের স্যারের কাছে আমি বলছিলাম যে শেওড়া থেকে এমইএস পর্যন্ত বাস কিন্তু সারা দেশের মহিলাদেররই একরম সমস্যা হয়। তাদের বাসে উঠতে যেমন কষ্ট তেমনি সিট না পাওয়ারও কষ্ট

এজন্য শুধু ঢাকায় নয় সারা দেশেই বিআরটিসির মহিলা বাস সেবা চালু করার দাবি জানায় সে।  

কিন্তু বিআরটিসির মহিলা বাস আছে সেটা কি বাড়ানোর দাবি এমনটি জানতে চাইরে সে দৃষ্টান্ত উপস্থাপন করে জানায়, ‘পাঁচ বছর ধরে আমি এই স্কুলে আসি কিন্তু পাঁচ কি ছয়বার মহিলা সাভিসের বাস পেয়েছি। এখন এই পাঁচ বা ছয় কি পাঁচ বছরের জন্য কম নয়কি।

প্রতিদিন বাস পেলে মহিলারা ভালো চাকুরীর জায়গায় যেতে পারবে আর  টাইম ম্যানেজমেন্টটাও করতে পারবে-বলছিলো শতাব্দী।

শতাব্দীর সাহসিকতায় মুগ্ধ শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রী। বাসে ফেরার সময় শিক্ষাররিা মন্ত্রী ধন্যবাদ জান‍াচ্ছিলেন।

এক সহপাঠী এসময় শতাব্দীর প্রশংসা করে জানায় , কিছুদিন আগে গণিত পরীক্ষার আগের দিন তাদের এক সহপাঠির বিয়ে ঠিক হয়ে যায়। তখন শতাব্দী সহ তার ছয় বান্ধবী ১০৯২১ নাম্বারে ফোন দিয়ে সাহায্য চেয়েছিলো। এরপর নিদেশনা পেয়ে ছুটে গিয়েছিলো ক্যান্টনমেন্ট থানায়। যে কারণে তাদের ওই সহপাঠির অল্প বয়সে বিয়ের হাত থেকে রক্ষা পায়।


বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টামার্চ ১৩২০১৬
এসএ/