Saturday, March 26, 2016

বিনা বাদ্যে বাংলাদেশের গান

গাই বিনা বাদ্যে বাংলাদেশের গান

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সাব্বির/ এস৫

ঢাকা: বিবিসি বাংলার প্রতি সপ্তাহের একটি জনপ্রিয় অনুষ্ঠান গানগল্প। যেখানে উপস্থাপক অচি অতন্দ্রিলা শিল্পীকে খালি গলায় একটি গান গেয়ে শোনাবার অনুরোধ করেন। অনুরোধের সাড়ায় গান ধরেন শিল্পী।



এবারের স্বাধীনতা দিবসেও তেমন আয়োজন  হয়েছে জাতীয় স্মৃতিসৌধের পাশে পর্যটন করপোরেশনের ‘জয় রেস্টুরেন্ট’ কমপ্লেক্সে। যেখানে সারাদিন এমন খালি গলায় বাংলাদেশের গান গাইতে পারবেন যেকেউ। এর আয়োজক বাংলাদেশ পর্যটন করপোরেশন।



হাতে শুধু মাইক্রোফোন ধরে খোলা আকাশের নিচে খালি গলায় একের পর এক কণ্ঠ ছেড়েছেন দেশের জন্য। অনুষ্ঠানের শুরুতেই বলা হয় ‘যে যেভাবে পারি দেশের জন্য একটি গান করি’।


বাংলাদেশ পর্যটন করপোরেশনের হেড অব মার্কেটিং ও ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের (এনএইচটিটিআই) অধ্যক্ষ পারভেজ আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, বাংলাদেশের গান গাইতে বাদ্যযন্ত্রের দরকার পড়ে না। মানুষ তার আবেগ ও ভালোবাসা থেকে গানের প্রতিটি শব্দ সুরের মাধুরি মিশিয়ে উচ্চারণ করে। পর্যটন করপোরেশন সেই আবেগ-ভালোবাসাকে সম্মান দিতেই মুক্তকণ্ঠে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই বাংলাদেশের গান গাওয়ার এই আয়োজন করছে।


যে কেউ গলা ছেড়ে গানের এই উৎসবে যোগ দিতে পারবেন। সারাদিন এ আয়োজন সবার জন্য উন্মুক্ত রাখবে জয় রেস্টুরেন্ট, বলেন পারভেজ আহমেদ চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশিরা সংস্কৃতিগতভাবে গান প্রিয়। দেশের আনাচে কানাচে বাউল, জারি-সারিসহ অসংখ্য সুর-সঙ্গীত আছে। তাই গানপাগল বাংলাদেশিদের জন্য এ আয়োজন বেশ আকর্ষণীয় হবে।

স্বাধীনতা দিবসের সারাদিন পর্যটন করপোরেশন খালি গলার মাধুরি ছড়িয়ে দিতে আমন্ত্রণ জানিয়েছে দেশপ্রেমিক সবাইকে।

আপনি নামি-দামি শিল্পী হোন বা স্মৃতিসৌধের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারিই হোন- ধরতে পারেন খালি গলায় গান।
 যে গান শুনবে বাংলাদেশ।

পর্যটন করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (যুগ্ম সচিব) মওদুদুর রশীদ সফদার। তিনি আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, ‘ভেঙ্গেছো দুয়ার, এসেছো জ্যোর্তিময়’।

এছাড়া শুরুতে মওদুদুর রশীদ সফদার বক্তৃতায় বলেন, ‘দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা পর্যটন সৌন্দয্যকে তুলে ধরা সবার দায়িত্ব। দেশকে ভালোবাসে দেশের পর্যটন ছড়িয়ে দিতে হবে। গানে গানে বলতে হবে বাংলাদেশের কথা।’

সরকারি পর্যটন সংস্থা ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন’ দেশের মানুষের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাতে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ সংলগ্ন এ আয়োজন চলবে সারাদিন।

যেকেউ খালি গলায় গেয়ে শোনাতে পারেন একটি গান। গানটি গাইতে হবে বাংলায় এবং দেশের জন্য। দুপুরের আগেই প্রায় অর্ধশত গানে মুখরিত হয়ে উঠে জয় রেস্টরেন্ট-এর গার্ডেন প্রাঙ্গণ। বিকেলে সফলভাবে এ আয়োজনের শেষ হয়।


বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এসএ/আরএম

No comments:

Post a Comment