Friday, May 13, 2016

অনেক দিন পর পূণ্যভূমিতে

এবার অনেক দিন পর শ্রীভূমিতে ছুটলাম। অপেক্ষায় থাকা বন্ধুদের নিয়ে জম্পেশ বৃষ্টি উপভোগ। আর সন্ধ্যাবেলা এয়ারপোর্ট। সময়টা অল্প হাসিটা অনেক বেশি।


পানসীতে বন্ধুদের নিয়ে রাতের খাবারে







মজুমদারীতে বন্ধুদের সঙ্গে তখনও মাসুম এসে পৌঁছায়নি আর আব্দুল্লাহ নামেনি তার বাসভবন থেকে

বিমানযাত্রার পথে। ইউএসবাংলার ফ্লাইটে উঠার পথে রানওয়ে থেকে

সময়গুলো অল্প, আনন্দ অনেক, এটা সেই এক মুহূর্ত

বৃষ্টির এমন রুপের খেলা সিলেটে। ছবিতে সিলেটের সবুজ জমি আর জলে ডুবা সমতল মাঠ অথবা নদী যেখানে নৌকায় চলছে। গাড়ির জানালা থেকে

No comments:

Post a Comment