যুক্তরাজ্য সফর এসেছেন বাংলাদেশের সর্ব উত্তরপূর্বের জনপদ প্রবাসী অধ্যুষিত সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন। লন্ডনে বাংলাদেশীদের সঙ্গে বৈঠক করেছেন। দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি।
প্রবাসীরাও দেশ নিয়ে তাদের উৎকণ্ঠা ব্যক্ত করেছেন। সেরকম একটি ভাবমিনিয় অনুষ্ঠান শেষে মাইল্যান্ড স্ট্রিট-এ এমপি সেলিম উদ্দিনের সঙ্গে আমার কথা হলো।
প্রবাসীরাও দেশ নিয়ে তাদের উৎকণ্ঠা ব্যক্ত করেছেন। সেরকম একটি ভাবমিনিয় অনুষ্ঠান শেষে মাইল্যান্ড স্ট্রিট-এ এমপি সেলিম উদ্দিনের সঙ্গে আমার কথা হলো।
উঠলো দেশের সর্বউত্তরপূর্ব জনপদ জকিগঞ্জের নানা প্রসঙ্গ। যারা প্রবাসে থাকেন তাদের জন্মভূমির প্রতি আলাদা টান থেকে অনেক ভাবনা করেন।
সেই ভাবনা আর ভাবগুলো গুলো নিয়ে বসেছি এবার এমপি সেলিম উদ্দিনের সঙ্গে। ছোটবেলা থেকে যুক্তরাজ্যে বড় হলেও আমার জন্ম জকিগঞ্জের বারহালের কোনাগ্রামে। শৈশবের একটা সময় কেটেছে কোনাগ্রামে। ১১ বছর পর বছর দুয়েক আগে জন্মভূমি কোনাগ্রামে গিয়েছিলাম। তখন সুরমা নদীর ভয়াবহ এক ভাঙ্গন দেখেএসেছিলাম, এখনও সেই ভাঙ্গন আছে। ভাঙ্গন শুধু এই এক গ্রামে নয় কুশিয়ার ও সুরমা তীরবর্তী জকিগঞ্জের পৌরসভা সহ ৯টি ইউনিয়ন এখন নদীভাঙ্গনের শিকার।
দেশ থেকে খবরে জানলাম, গেল ভূমিকম্প ও ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হয়েছে জকিগঞ্জের প্রায় এক হাজার বাড়িঘর। এসব বাড়িঘরে বাসিন্দাদের ক্ষতিপূরণ ও নদীভাঙ্গন রোধে পদক্ষেপ কি জানতে চাইলাম বাংলাদেশের এই এমপির কাছে।
এমপি সেলিম জানালেন, তিনি এমপি হওয়ার পরপরই সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার নদী ভাঙ্গনের শিকার এলাকা পরির্দশন করে একজন প্রকৌশলী দিয়ে ভাঙ্গন স্থান চিন্হিতকরণ ও সরকারের কাছে ২৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। শিগরিগই সরকার ফান্ড অনুমোদন দেবেন বলে আশাবাদী তিনি।
এমপি সেলিম আরও বললেন, ঝড় তুফান ও ভূমিকম্পের পর জেলা প্রশাসকের মাধ্যমে জরুরী টিন সহযোগিতা দেয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর কাছে চিঠিও লেখা হয়েছে। জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর ঘোষণার অপেক্ষায় রয়েছেন তিনি।আর দেশের প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদ অধিবেশনে তুলবেন বলে জানালেন।
মাত্র দু’মাস আগে আমার মামার বাড়ি জকিগঞ্জের কামালপুরে এক রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটছে। এবার সেই প্রসঙ্গ তুলে বাংলাদেশের স্থানীয় এই এমপির নজরে আনার চেষ্টা করলাম নিরাপত্তা বিষয়টি।
এলাকা থেকে পাওয়া খবর তুলে তাকে বললাম, পুলিশী তৎপরতা সন্তোষজনক নয়। এজন্য রাতে পুলিশ টহল জোরদার ও প্রবাসীদের বাড়িঘর ও সম্পদের নিরাপত্তায় পুলিশের বিশেষ ভূমিকার দরকার যা মোটেও করছে না পুলিশ।
বাংলাদেশের এই এমপির সঙ্গে আলোচনায় আরও অনেক প্রসঙ্গ এলো। শেষে বললাম, ১০ বছর আগে পাশের উপজেলার সব গ্রামে গ্যাস বিদ্যুৎ গেছে। কিন্তু জকিগঞ্জের অনেক গ্রামে এখনও বিদুৎ নেই। আর একটি বাড়িতে নেই গ্যাসের সংযোগ।
এমপি আশ্বাস দিলেন-গ্যাস বিদ্যুতের দাবি সংসদে তুলবেন। আর সমস্যাগুলো নিয়ে বসবেন জকিগঞ্জের নয় ইউনিয়ন মেম্বার চেয়ারম্যানদের সঙ্গে।
লেখক: আজাদ চৌধুরী, সেভেন সিস্টার রোড, টটেনহাম, লন্ডন যুক্তরাজ্য,


No comments:
Post a Comment