হয় ইউরোপ, নয় মৃত্যু------------১
সমুদ্রে ভেসে ইউরোপ যাত্রা বাংলাদেশীর
সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা:
উত্তাল সমুদ্রে ভাসছে নৌকা। প্রবল ঢেউয়ের তোড়ে নৌকায়
পানি উঠতে শুরু করেছে। নৌকা ঘিরে চলছে হাঙ্গর ও ডলফিন। নৌকার মানুষগুলোর মৃত্যু হলেই
গিলে ফেলবে হাঙ্গার! ভাগ্য বদলের আশায় লিবিয়ার জোয়ারা উপকূল থেকে দু:সহ সাগরে ভাসছেন
বাংলাদেশের রবিউলসহ ৮০ জন। গন্তব্য ইউরোপে পাড়ি জমানো। কিন্তু ইউরোপ নয় মৃত্যু এখন
তাদের খুব কাছে। ডুবছে নৌকা… সেই নৌকায় সোমালিয়া, ক্যামেরুন কালো চামড়ায় মানুষের ভিড়ে
আছেন রবিউলদের কান্না কি শুনতে পাচ্ছে কেউ…



