Friday, May 13, 2016
Thursday, May 5, 2016
একজন জাপানি ‘বাঙালি’ হিরুকি
সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলনিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: হিরুকির মুখাবয়ব বলবে তিনি জাপানি। আবার কথা শুনে মনে হবে তিনি বাংলাদেশি। তবে, তিনি একজন জাপানিও এবং জাপানি হয়েও শুদ্ধ উচ্চারণে বাংলা বলেন দীর্ঘ তের বছর ধরে।হিরুকি এতোই বাংলাপ্রেমী যে, নিজেকে যতোটা না জাপানি পরিচয় দেন, তারচেয়ে বেশি পরিচয় দেন বাংলাদেশি হিসেবে। বাংলা এতো বেশি তার পছন্দ যে, আনমনে বাংলা বলে চলেন, ইচ্ছেমত প্রয়োজনে-অপ্রয়োজনে লিখে চলেন বাংলা।
বাংলনিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: হিরুকির মুখাবয়ব বলবে তিনি জাপানি। আবার কথা শুনে মনে হবে তিনি বাংলাদেশি। তবে, তিনি একজন জাপানিও এবং জাপানি হয়েও শুদ্ধ উচ্চারণে বাংলা বলেন দীর্ঘ তের বছর ধরে।হিরুকি এতোই বাংলাপ্রেমী যে, নিজেকে যতোটা না জাপানি পরিচয় দেন, তারচেয়ে বেশি পরিচয় দেন বাংলাদেশি হিসেবে। বাংলা এতো বেশি তার পছন্দ যে, আনমনে বাংলা বলে চলেন, ইচ্ছেমত প্রয়োজনে-অপ্রয়োজনে লিখে চলেন বাংলা।
Monday, May 2, 2016
লন্ডনে এখখন্ড জকিগঞ্জ ভাবনা ও ভাবমিনিময়
যুক্তরাজ্য সফর এসেছেন বাংলাদেশের সর্ব উত্তরপূর্বের জনপদ প্রবাসী অধ্যুষিত সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন। লন্ডনে বাংলাদেশীদের সঙ্গে বৈঠক করেছেন। দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি।
প্রবাসীরাও দেশ নিয়ে তাদের উৎকণ্ঠা ব্যক্ত করেছেন। সেরকম একটি ভাবমিনিয় অনুষ্ঠান শেষে মাইল্যান্ড স্ট্রিট-এ এমপি সেলিম উদ্দিনের সঙ্গে আমার কথা হলো।
প্রবাসীরাও দেশ নিয়ে তাদের উৎকণ্ঠা ব্যক্ত করেছেন। সেরকম একটি ভাবমিনিয় অনুষ্ঠান শেষে মাইল্যান্ড স্ট্রিট-এ এমপি সেলিম উদ্দিনের সঙ্গে আমার কথা হলো।
পদ্মার দুরন্ত কৈশোর
পদ্মা নদী (মাওয়া ও জাজিরা) থেকে ফিরে: তাদের কাছে পদ্মা সতত আনন্দ-উল্লাস, হইহুল্লোড় আর উচ্ছ্বাস

প্রকাশের নদী। তাদের জীবনের পরতে পরতে পদ্মা। রোদে পোড়া ক্লান্তি ওদের নিমিষেই হারিয়ে যায় পদ্মার জলে।
শৈশব ও দুরন্ত কৈশোরের সব আনন্দ ওদের জলকেলিতে। ঠাণ্ডা পানির স্পর্শ থেকে বেরিয়ে আসে ওদের সজীব আনন্দ। এক দুই ঘণ্টা নয়, টানা চার পাঁচ ঘণ্টা পদ্মার জল তরঙ্গে এরা সাঁতার কেটে বেড়ায়।
Subscribe to:
Comments (Atom)


