Tuesday, April 19, 2016

লোকে চেনে ‘শতাব্দীর বাস’ 

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাস দেখলেই এখন লোকে চেনে-এটি ‘শতাব্দীর বাস’। মহিলা সার্ভিস নামে আরেকটি বাস এই রোডে চলছে, কিন্তু এই বাসটি শতাব্দীর বাস নামেই যাত্রীদের কাছে পরিচিত। যদিও বাসের সামনে লেখা ‘মহিলা বাস সার্ভিস’। বাসটি এখন এত পরিচিত যে, বাসের অবস্থান জানতে ছাত্রী ও নারীরা চালকের নাম্বারে ফোন করছেন।