লোকে চেনে ‘শতাব্দীর বাস’

বাস দেখলেই এখন লোকে চেনে-এটি ‘শতাব্দীর বাস’। মহিলা সার্ভিস নামে আরেকটি বাস এই রোডে চলছে, কিন্তু এই বাসটি শতাব্দীর বাস নামেই যাত্রীদের কাছে পরিচিত। যদিও বাসের সামনে লেখা ‘মহিলা বাস সার্ভিস’। বাসটি এখন এত পরিচিত যে, বাসের অবস্থান জানতে ছাত্রী ও নারীরা চালকের নাম্বারে ফোন করছেন।