Sunday, July 2, 2017

নদী সীমান্ত! রেডক্লিফের যে ভুল দেখে এলাম






জকিগঞ্জ (সিলেট) থেকে ফিরে: বরাকের নামা ঢল দ্রত বেগে ছুটছে। কানে বাজছে নদীর দুই পাড়ের কোলাহলের ধ্ব‌নি। দুই পাড়ের মস‌জিদের আজান আর মন্দিরের ঘন্টা সব চলছে নিয়মমত। ওপরে যে আকাশ তাও একই র‌ঙ্গের। দুই পাড়ের   মানুষের কথাবার্তায় কোন অ‌মিল নেই। এমনকি উচ্চারণেও হেরফের হয় না। তবু আলাদা দু‌টি রাষ্ট্র। যার সীমান্ত  টানা হয়েছে নদী ওপর । কু‌শিয়ারার এপার বাংলা‌দেশ ওপার ভারত।